Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় ওয়াজ ও দোয়ার মাহফিল

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব সোনাপুর নূরানী তালিমুল কুরআন মাদরাসার উদ্যোগে গতকাল শনিবার দুপুরে আলহাজ মুন্সি চাঁন মিয়া বাড়ির প্রাঙ্গনে এক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মাওলানা আনোয়ারুল আজিমের সভাপতিত্বে ও আলহাজ মুন্সি চাঁন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমান শিমুলের পরিচালনায় মাহফিলে প্রধান ওয়ায়েজিন হিসেবে ছিলেন, চট্টগ্রামের রাউজান সায়্যিদুস সুহাদাহ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মাওলানা মো. ইউছুপ (হাজী সাহেব হুজুর)। বিশেষ ওয়ায়েজিন হিসেবে ছিলেন, নোয়াখালীর বিনোদধর্মপুর মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. মোসলেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জামেয়া ইসলামিয়া ওসমানিয়া মাদরাসার সভাপতি ও সিদ্দিকে আকবর (রা.) নূরানী তালিমুল কুরআন মাদরাসার সাধারণ সম্পাদক সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন। প্রধান ওয়ায়েজিনের বক্তব্যে আলহাজ মাওলানা মো. ইউছুপ (হাজী সাহেব হুজুর) বলেছেন, আল্লাহর ভয় মানুষের অন্তরে থাকলে সারা দুনিয়ার মানুষের চলাফেরা সহজ হয়ে যায়। যেমন বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) সহ অলি আউলিয়াদের মনে আল্লাহর ভয় থাকায় সারা দুনিয়ায় তাদের হাতের মুঠোয় চলে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ