পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রায় এক মাস ধরে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না তার স্বজনরা। সর্বশেষ গত ১৩ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পরিবারের সদস্যরা। এরপর দু’দফা সাক্ষাতের আবেদন করলেও তাদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যদের সাক্ষাতের কথা ছিল। কিন্তু সেটিও বাতিল করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমে জানিয়েছেন, খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সাক্ষাৎ বাতিল করেছে কারা কর্তৃপক্ষ। আগামী ১৬ ডিসেম্বর বিকেল ৩টায় আবারও সাক্ষাতের সময় দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে জানানো হয়েছিল, বিকেলে পরিবারের সদস্যরা সাক্ষাতের অনুমতি পেয়েছেন। কিন্তু শেষ মুহূর্তে সেটি বাতিল করেছে কারা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ওইদিন থেকেই কারাবন্দি খালেদা জিয়া। অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।