Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজও পরিবারের সঙ্গে সাক্ষাৎ হলো না খালেদা জিয়ার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ৫:০৮ পিএম

প্রায় এক মাস ধরে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না তার স্বজনরা। সর্বশেষ গত ১৩ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পরিবারের সদস্যরা। এরপর দু’দফা সাক্ষাতের আবেদন করলেও তাদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

এদিকে আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যদের সাক্ষাতের কথা ছিল। কিন্তু সেটিও বাতিল করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমে জানিয়েছেন, খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সাক্ষাৎ বাতিল করেছে কারা কর্তৃপক্ষ। আগামী ১৬ ডিসেম্বর বিকেল ৩টায় আবারও সাক্ষাতের সময় দেওয়া হয়েছে।

আজ শনিবার সকালে জানানো হয়েছিল, বিকেলে পরিবারের সদস্যরা সাক্ষাতের অনুমতি পেয়েছেন। কিন্তু শেষ মুহূর্তে সেটি বাতিল করেছে কারা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ওইদিন থেকেই কারাবন্দি খালেদা জিয়া। অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।



 

Show all comments
  • Muller Choudhury ১৫ ডিসেম্বর, ২০১৯, ৬:৪৭ পিএম says : 0
    এই যে আমাদের দেশে মৃত্যুর পূর্ব পর্যন্ত পার্টীর প্রধান জনাব মরহুম এরশাদ সাহেব ও ছিলেন তারপর এখন দেখছি বেগম খালেদা জিয়া ও তাই,- যখন একটা পার্টী জনগণের পার্টীতে রুপ নেয় তখন সেই পার্টী আর সেই পরিবারের সম্পত্তি হিসেবে থাকার কথা নয় । বৃটেনের লেবার পার্টী প্রধান জেরমি করবিন ইলেকশনে হারার পর ঐদিনই তিনি নিজে ঘোষনা দিলেন তিনি আর পার্টী প্রধান থাকবেন না । কিন্তু আমাদের দেশের যারা রাজনীতি করেন তারা মনে হয় যেনো গোলামী রাজনীতিতে বিশ্বাসী । পার্টী প্রধানের ইংগিতে বা ঘোষনায় বড় বড় শহরে প্রেসিডেন্ট সেক্রেটারী বানাইয়া দেওয়া হয়,- এগুলা কোন্ ধরনের ডোমোক্রেসি এই সবে যারা বিশ্বাস করে ওরা সবাই চাটুকারের দল ওরা যে দলই করুক ওরা সবাই নিজের স্বার্থের জন্য এসব কথা বলার সাহস রাখে না,- কারন গোলামী করা যাদের অভ্যাস তারা নিজের পদ পদবী হারাবে এ জন্য নি:শ্চুপ ।
    Total Reply(0) Reply
  • Muller Choudhury ১৫ ডিসেম্বর, ২০১৯, ৬:৪৭ পিএম says : 0
    এই যে আমাদের দেশে মৃত্যুর পূর্ব পর্যন্ত পার্টীর প্রধান জনাব মরহুম এরশাদ সাহেব ও ছিলেন তারপর এখন দেখছি বেগম খালেদা জিয়া ও তাই,- যখন একটা পার্টী জনগণের পার্টীতে রুপ নেয় তখন সেই পার্টী আর সেই পরিবারের সম্পত্তি হিসেবে থাকার কথা নয় । বৃটেনের লেবার পার্টী প্রধান জেরমি করবিন ইলেকশনে হারার পর ঐদিনই তিনি নিজে ঘোষনা দিলেন তিনি আর পার্টী প্রধান থাকবেন না । কিন্তু আমাদের দেশের যারা রাজনীতি করেন তারা মনে হয় যেনো গোলামী রাজনীতিতে বিশ্বাসী । পার্টী প্রধানের ইংগিতে বা ঘোষনায় বড় বড় শহরে প্রেসিডেন্ট সেক্রেটারী বানাইয়া দেওয়া হয়,- এগুলা কোন্ ধরনের ডোমোক্রেসি এই সবে যারা বিশ্বাস করে ওরা সবাই চাটুকারের দল ওরা যে দলই করুক ওরা সবাই নিজের স্বার্থের জন্য এসব কথা বলার সাহস রাখে না,- কারন গোলামী করা যাদের অভ্যাস তারা নিজের পদ পদবী হারাবে এ জন্য নি:শ্চুপ ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ