বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টঙ্গী সংবাদদাতা : গাজীপুর জেলার টঙ্গী মডেল থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত (৫৫) নামা এক ভিক্ষুক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জামাল হোসেন নামে অপর এক প্রতিবন্ধী ভিক্ষুক গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় জড়িত জেল বিল্লাল ওরফে বিল্লাল (২৮) নামে একজন আটক করেছে পুলিশ। আটক বিল্লালের বাবার নাম আবুল কাশেম। নরসিংদী জেলার রায়পুরা থানার রাখালনগর এলাকায় তাদের বাড়ি।
স্থানীয়রা জানায়, আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোড ফুটওভার ব্রিজের উপর এক ভিক্ষুক ভিক্ষা করছিল। এসময় ছিনতাইকারী বিল্লাল ওই ভিক্ষুকের কাছ থেকে টাকা নিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু ভিক্ষুক বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
অপরদিকে চেরাগআলী বাস স্ট্যান্ড এলাকায় সকাল সাড়ে ১১টায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জামাল হোসেন (২৫) নামের অপর এক অন্ধ প্রতিবন্ধী ভিক্ষুক গুরুতর আহত হন। স্থানীয়রা আহত জামাল হোসেনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
এ ব্যাপারে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি এ রকম নয়। নরসিংদীতে দুই পাগল থাকতো। আজ টঙ্গী এলাকায় দুই পাগলের একত্রে দেখা হয়। এসময় একজন আরেকজনকে বলে, তুই আমাকে নরসিংদীতে মারছিলি। আজ তোকে মারবো। এই বলেই তাকে ছুরিকাঘাত করে। এসময় তিনি নিজেও ছুরিকাঘাতে আহত হন। পরে একজন মারা যায়। আরেকজন গুরুতর আহত হয়েছেন বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।