Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘কিছু শেয়ার করার আগে সত্য মিথ্যা যাচাই করুন’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও কিছু শেয়ার করার আগে সত্য মিথ্যা যাচাই করার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে› শীর্ষক এক সেমিনারে বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান।
ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা এবং আইসিটি) ফারজানা জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিদুজ্জামান। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার এবং সহকারি কমিশনার এম জামাল হোসেন।
আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, সত্য মিথ্যা যাচাই বাছাই না করে সামাজিক যোগাযাগ মাধ্যমে কোনও কিছু শেয়ার করা অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ। ইতোপূর্বে অনেক ভুল এবং মিথ্যা প্রচার করে সমাজকে অস্থিতিশীল করা হয়েছে।
তিনি বলেন, এই ডিজিটাল বাংলাদেশে আমাদের জীবন যাত্রার মান সহজ করে দিয়েছে। এর অনেক নেতিবাচক দিকও রয়েছে। তাই ইন্টারনেট সঠিকভাবে ব্যবহার করতে হবে। সেমিনার শুরু হওয়ার আগে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেয়ার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ