Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিউজিক ভিডিও বা টেলিভিশনের অনুষ্ঠানে অংশগ্রহণ করব না-সোনিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

বাংলাদেশে প্রথমবার আয়োজিত গানের রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান তারকা সোনিয়া। খুব অল্প সময়েই তিনি সঙ্গীতাঙ্গণে সাড়া ফেলেছিলেন। শ্রোতাপ্রিয়তার মধ্যেই জীবনের প্রয়োজনে চলে যান কানাডা। ২০০৯ সালের ৯ আগস্ট সোনিয়া বিয়ে করেন জাহির আহমেদ পলাশকে। দুই সন্তান আয়েশা ও হামযা’কে নিয়ে বেশ সুখে আছেন সোনিয়া। চার বছর পর সোনিয়া গেলো দেশে ফিরেছেন। ফিরেই খুলনায় নিজ গ্রামে বাবা মা’র কাছে গিয়েছেন। প্রায় দুই মাস দেশে থাকবেন তিনি। দেশে থাকার এই সময়ে গান গাওয়ার আগ্রহ আছে কী না জানতে চাইলে সোনিয়া বলেন, ‘সত্যি বলতে কী ২০১৫ সাল থেকে গান গাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। তবে যেহেতু দেশে ফিরেছি বহুদিন পর তাই যদি গানের কথা এবং সুর ভালোলাগে তবে অবশ্যই গাইবো। তবে মিউজিক ভিডিওতে কিংবা কোন টেলিভিশনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার আগ্রহ নেই। নিজের কন্ঠটাকেই শুধু গানের জন্য ব্যবহার করার ইচ্ছা রয়েছে।’ সোনিয়া বলেন, ‘যে সময়টাতে আমি গানে ব্যস্ত ছিলাম, সেই সময় কল্পনাও করিনি গান একদিন আমাকে ছেড়ে দিতে হবে। কিন্তু একসময় গান গাওয়া ছেড়েই দিলাম। কারণ খ্যাতি’র মোহে পড়ে থাকিনি কখনোই আমি। আমি আমার সংসার জীবন নিয়ে বেশ সুখে আছি, ভালো আছি, ব্যস্ত আছি। আলহামদুলিল্লাহ।’ খুলনার মেয়ে সোনিয়া বিভিন্ন সময়ে গানে নিজেকে গড়ে তুলেছেন ওস্তাদ এম এ লতিফ খান, গোলাম রসূল, আলী আহমেদ ও হানিফ স্যারের কাছে। গানে তার আদর্শ, অনুপ্রেরণা রুনা লায়লা। সোনিয়ার প্রথম মৌলিক গান ছিলো কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সুর সঙ্গীতে ‘ঢেউয়ে ঢেউয়ে’। প্রথম প্লে-ব্যাক করেন আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর সঙ্গীতে বাংলার বউ’ সিনেমায় মনির খানের সঙ্গে ‘চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে’। পরবর্তীতে ‘সাম্পানওয়ালা’সহ আরো বহু সিনেমায় গান গেয়েছেন। তার প্রথম সফল একক অ্যালবাম ‘নিঠুর বাঁশি’। এই অ্যালবামের ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানটি বৈশাখ এলেই বেশি শোনা যায়।



 

Show all comments
  • মরিয়ম বিবি ১৪ ডিসেম্বর, ২০১৯, ১:৩৪ এএম says : 0
    ধন্যবাদ, গান থেকে দূরে থাকার দোয়া করছি।
    Total Reply(0) Reply
  • জোহেব শাহরিয়ার ১৪ ডিসেম্বর, ২০১৯, ১:৩৫ এএম says : 0
    আল্লাহ মনে হয় হেদায়েত দিয়েছেন।
    Total Reply(0) Reply
  • মশিউর ইসলাম ১৪ ডিসেম্বর, ২০১৯, ১:৩৫ এএম says : 0
    আল্লাহতায়ালা আপনাকে কবুল করুন। আমিন
    Total Reply(0) Reply
  • মোঃ তোফায়েল হোসেন ১৪ ডিসেম্বর, ২০১৯, ১:৩৬ এএম says : 0
    এসব শয়তানি কাজ থেকে দূরে থাকায় ভালো।
    Total Reply(0) Reply
  • চাদের আলো ১৪ ডিসেম্বর, ২০১৯, ১:৩৬ এএম says : 0
    খু্বই ভালো সিদ্ধান্ত।
    Total Reply(0) Reply
  • শহিদ সিকদার ১৪ ডিসেম্বর, ২০১৯, ৩:৪৮ এএম says : 0
    আল্লাহ যাকে চান হেদায়াত দান করেন। মহান হায়াতের মালিক আপনাকে সম্মানের সাথে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন,ঈমানদার হীসেবে জীবনের কর্মযদ্ধে জয়ী করুন,আমীন।
    Total Reply(0) Reply
  • Nannu chowhan ১৪ ডিসেম্বর, ২০১৯, ৮:৪৬ এএম says : 0
    Maashallah,apnar mohot o biggo kajti jeno amader shobar moddheo prerona jogai, ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ