প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশে প্রথমবার আয়োজিত গানের রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান তারকা সোনিয়া। খুব অল্প সময়েই তিনি সঙ্গীতাঙ্গণে সাড়া ফেলেছিলেন। শ্রোতাপ্রিয়তার মধ্যেই জীবনের প্রয়োজনে চলে যান কানাডা। ২০০৯ সালের ৯ আগস্ট সোনিয়া বিয়ে করেন জাহির আহমেদ পলাশকে। দুই সন্তান আয়েশা ও হামযা’কে নিয়ে বেশ সুখে আছেন সোনিয়া। চার বছর পর সোনিয়া গেলো দেশে ফিরেছেন। ফিরেই খুলনায় নিজ গ্রামে বাবা মা’র কাছে গিয়েছেন। প্রায় দুই মাস দেশে থাকবেন তিনি। দেশে থাকার এই সময়ে গান গাওয়ার আগ্রহ আছে কী না জানতে চাইলে সোনিয়া বলেন, ‘সত্যি বলতে কী ২০১৫ সাল থেকে গান গাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। তবে যেহেতু দেশে ফিরেছি বহুদিন পর তাই যদি গানের কথা এবং সুর ভালোলাগে তবে অবশ্যই গাইবো। তবে মিউজিক ভিডিওতে কিংবা কোন টেলিভিশনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার আগ্রহ নেই। নিজের কন্ঠটাকেই শুধু গানের জন্য ব্যবহার করার ইচ্ছা রয়েছে।’ সোনিয়া বলেন, ‘যে সময়টাতে আমি গানে ব্যস্ত ছিলাম, সেই সময় কল্পনাও করিনি গান একদিন আমাকে ছেড়ে দিতে হবে। কিন্তু একসময় গান গাওয়া ছেড়েই দিলাম। কারণ খ্যাতি’র মোহে পড়ে থাকিনি কখনোই আমি। আমি আমার সংসার জীবন নিয়ে বেশ সুখে আছি, ভালো আছি, ব্যস্ত আছি। আলহামদুলিল্লাহ।’ খুলনার মেয়ে সোনিয়া বিভিন্ন সময়ে গানে নিজেকে গড়ে তুলেছেন ওস্তাদ এম এ লতিফ খান, গোলাম রসূল, আলী আহমেদ ও হানিফ স্যারের কাছে। গানে তার আদর্শ, অনুপ্রেরণা রুনা লায়লা। সোনিয়ার প্রথম মৌলিক গান ছিলো কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সুর সঙ্গীতে ‘ঢেউয়ে ঢেউয়ে’। প্রথম প্লে-ব্যাক করেন আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর সঙ্গীতে বাংলার বউ’ সিনেমায় মনির খানের সঙ্গে ‘চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে’। পরবর্তীতে ‘সাম্পানওয়ালা’সহ আরো বহু সিনেমায় গান গেয়েছেন। তার প্রথম সফল একক অ্যালবাম ‘নিঠুর বাঁশি’। এই অ্যালবামের ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানটি বৈশাখ এলেই বেশি শোনা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।