Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাভিশনের ঈদ কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

বাংলাভিশনের আয়োজনে এবং হোটেল দ্যা কক্স-টুডে, সীগাল হোটেল লিমিটেড, ইনানী রয়েল রিসোর্ট লিমিটেড, কিংস্টার মোবাইল ও সাওমি’র সৌজন্যে ‘প্রতিদিন প্রশ্ন প্রতিদিন পুরস্কার’ ঈদ কুইজের পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত ১২ ডিসেম্বর দুপুরে বাংলাভিশন কার্য্যালয়ে। ২০১৯ সালের পবিত্র ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাভিশনে আয়োজিত আট দিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রতিদিন একটি করে প্রশ্নের উত্তর দিয়ে হোটেল দ্যা কক্স-টুডে, সীগাল হোটেল লিমিটেড এবং ইনানী রয়েল রিসোর্ট লিমিটেড-এর সৌজন্যে কক্সবাজারে ২ রাত ৩ দিন অবস্থানের সুযোগ এবং কিংস্টার মোবাইলের সৌজন্যে দুইটি করে কিংস্টার মোবাইল ফোন ও সাওমি’র সৌজন্যে সাওমি রেড মি গো স্মার্ট ফোন জিতে নিয়েছেন প্রায় অর্ধশতাধিক ভাগ্যবান বিজয়ী। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাভিশনের ফিন্যান্স ডিরেক্টর আশরাফ উদ্দিন আহমেদ এফসিএ; বাংলাভিশনের হেড অব প্রোগ্রাম তারেক আখন্দ, হেড অব মার্কেটিং এন্ড সেলস মো: মাহমুদুল আলম খান। হোটেল দ্যা কক্স-টুডের সেলস্ এন্ড মার্কেটিং-এর ডিরেক্টর মহিউদ্দিন খান খোকন এবং হেড অব সেলস্ এন্ড মার্কেটিং হুমায়ূন কবির।সীগাল হোটেল লিমিটেড-এর সেলস্ এন্ড মার্কেটিং ম্যানেজার মো: নূর মেহদী মান্না। কিংস্টার মোবাইল-এর কমার্শিয়াল ম্যানেজার মো: জাহিদ হোসেন। সাওমি’র ট্রেড মার্কেটিং ম্যানেজার মো: ওয়ালিউদ্দিন তালুকদার।এবং বাংলাভিশনের উর্ধ্বতন কর্মকর্তাসহ পুরস্কার বিজয়ীগণ। বাংলাভিশনের হেড অব প্রোগ্রাম তারেক আখন্দ-এর উপস্থাপনায় আয়োজক ও বিজয়ীদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি জুড়েই ছিলো আনন্দের ছোঁয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ