প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অস্কার বিজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ঙ’ও এই বছরের ব্লকবাস্টার হরর ফিল্ম ‘আস’-এর দ্বিতীয় পর্বে অভিনয় করবেন এমন গুজব রটেছে। তবে তা তিনি বাতিল করে দিয়েছেন। জর্ডান পিল পরিচালিত সফল চলচ্চিত্রটির কেন্দ্রীয় ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। গত সপ্তাহে হরর ফিল্মটির পরের পর্ব সম্পর্কে জানা গেছে। স্বাভাবিকভাবেই সবার ধারণা তিনি এই পর্বটিতেও অভিনয় করবেন। মুক্তিপ্রাপ্ত ফিল্মটিতে নিয়ঙ’ও অ্যাডেলেইড উইলসন এবং তার অশরীরী অনুরূপ রেডের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি জানিয়েছেন এই ভূমিকায় ফেরার কোনও আগ্রহ নেই তার। “না, ধন্যবাদ। রেড তো মৃত,” নিয়ঙ’ও বলেন। তিনি জানান দ্বৈত চরিত্রে অভিনয় করা খুব ‘চ্যালেঞ্জিং’ তাই ফেরার আগ্রহ নেই তার। “যারা বিতর্ক করছে তাদের দুই পক্ষকেই আমি থামাতে চাই। আমি আক্রমণকারী এবং আক্রান্ত। দুটি চরিত্রের আবেগগত দিক বোঝার ব্যাপার আছে। বাহ্যিক আর মানসিকভাবে দুটি চরিত্র কারা বিষয়ে আমার কঠোর নিয়ম পালন করতে হয়,” তিনি বলেন। সিকুয়েলটিতে কাজ করার আগ্রহ নান থাকলেও লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সাল স্টুডিওর হ্যালোউইন হরর নাইটে তিনি চলচ্চিত্র ভক্তদের ভয় দেখাতে ‘আস’-থিমের এক গোলকধাঁধায় তিনি রেড সেজে আবির্ভূত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।