Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে সড়ক আইনের লিফলেট বিতরণ

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীতে প্রচারনামূলক কার্যক্রমসহ সচেতনতামূলক কর্মসুচী পালন করেছে হাইওয়ে থানা পুলিশ।
গতকাল শুক্রবার সকালে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিয়ম মেনে যানবাহন চালালোর লক্ষ্যে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।
এ সময় তারা যানবাহন থামিয়ে চালকদের নতুন আইন মেনে চলার অনুরোধ করেন। পাশাপাশি নিয়ম না মানলে, ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহনের কাগজপত্র না থাকলে শাস্তির কথাও তুলে ধরেন।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. মাসুদ পারভেজ ভুইয়া জানান, সড়কের নৈরাজ্য কমাতে সরকার সড়ক পরিবহন আইন করেছে। এই আইনের সঠিকভাবে প্রয়োগ করতে সকল প্রকার ইলেকট্রিক যন্ত্রসহ আধুনিক যানবাহন প্রদান করা হয়েছে। আমরা এখন চালকদের সচেতন করার চেষ্টা করছি। না হলে সড়ক দুর্ঘটনা কমাতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।
পরে সড়কে এলকোহল ডিটেক্টর দিয়ে চালকদের মাদক পরীক্ষা, আর এফ আইডি মেশিন দিয়ে গাড়ির কাজ পরীক্ষা ও স্পীডগান মেশিন দিয়ে যানবাহনে গতি পরীক্ষা করেন পুলিশ সদস্যরা।
এ সময় রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. মাসুদ পারভেজ ভুঁইয়াসহ হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ