বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রশিদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা রয়েছে।
গত বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে উপজেলার সারহাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ঈশ্বরগঞ্জ উপজেলার ঘাগড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ জানান, রাতে আব্দুর রশিদ ও তার সহযোগীরা মাদক বিক্রি করতে সারহাইল এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশের দু’টি দল সেখানে অভিযানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। একপর্যায়ে সহযোগিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় আব্দুর রশিদকে আটক করে পুলিশ। এ অবস্থায় আব্দুর রশিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় শামীম আল মামুন নামে ডিবি পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইশ’ গ্রাম হেরোইন, একশ’ পিস ইয়াবা ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।