রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তের দেয়া আগুনে নবীর উদ্দিন নামের এক কৃষকের ছয়টি মহিষ পুড়ে ঝলসে গেছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামের এ ঘটনা।
ক্ষতিগ্রস্থ কৃষক নবীর উদ্দিন জানান, তার গোয়াল ঘরে বিদ্যুৎ সংযোগ নেই। কে বা কারা গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয় রাতের কোনো এক সময়। পাড়ার প্রায় সব লোকজন মিলে আগুন নিভাতেই গোয়ালের ৩টি বড় মহিষ ও ৩টি মহিষের বাছুর পুড়ে একেবারে ঝলসে যায়। এ সময় গোয়ালের মহিষ বাঁচাতে গিয়ে তার ছেলে শিপনের (২৫) শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়।
এদিকে তাড়াশ থানা ওসি মো. মাহবুবুল আলম বলেন, অভিযোগ পেলে আইনানুযায়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ জে এম সালাউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকের মহিষের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।