Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সে¦চ্ছাসেবক লীগ নেতা কারাগারে

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

চাকরি দেবার নামে টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলতান মাহমুদকে (৪০) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার দুপুরে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ধুনট থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, বগুড়ার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুলতান মাহমুদের বিরুদ্ধে প্রশাসনে তদ্বির ও চাকরিতে নিয়োগের নামে বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। টাকার সিকিউরিটি হিসেবে সে রুপালী ব্যাংকে খোলা তার নিজ নামের একাউন্টের বিপরীতে চেক প্রদান করে। এদিকে দীর্ঘদিনেও কাউকে চাকরি দিতে না পারায় ক’জন চাকরি প্রার্থী তার বিরুদ্ধে চেক প্রতারণা মামলা করে । গত ৭ নভেম্বর এক মামলায় তার ৯ লাখ টাকা অর্থ দন্ড অনাদায়ে এক বছর কারাদন্ড হয় । সুলতান ওই অর্থদন্ড প্রদানে ব্যর্থ হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ