Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিউজিক ভিডিও’র মডেল হলেন আমিন খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

মিউজিক ভিডিওর মডেল হলেন চিত্রনায়ক আমিন খান। ‘বাংলাদেশী রাজকুমারী’ শিরোনামে একটি গানের মডেল হয়েছেন তিনি। গানটি গেয়েছেন পলি শারমিন। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সঙ্গীতায়জন করেছেন শওকত আলী ইমন। গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন। এফডিসির ৪ নম্বর ফ্লোরে পাঁচটি আলাদা সেট নির্মাণ করে হয়েছে গানটির শুটিং। কোরিওগ্রাফি ও ভিডিও পরিচালনা করেছেন হাবিব রহমান। আমিন খান জানান, ‘মিউজিক ভিডিওতে কাজ করার অনেক অফার পেয়েছি, কিন্তু ঐ ভাবে করা হয়নি। গত বছর এক শিশু শিল্পীর একটি গানের মডেল হয়েছিলাম। আর এই গানটিতে মডেল হয়েছি। গানটির মধ্যে অন্যরকম একটা দোলা আছে। ফোক-আধুনিকের এক দারুণ মিশেল। শওকত আলী ইমন ফিউশনের ক্ষেত্রে অনন্য। তিনি সংগীত করেছেন শুনেই মডেল হতে রাজি হয়েছি।’ পলি শারমিন বলেন-‘অনেক দিন ধরেই গান করছি। সব সময় চেয়েছি একটা মনের মতো মৌলিক গান তৈরি করব। এবার সেই চাওয়া পূর্ণ হয়েছে। গানটির ভিডিওতেও নতুনত্ব আনার চেষ্টা করেছেন পরিচালক। আশা করছি, গানের মতো ভিডিওটিও সবার ভালো লাগবে।’ ধ্রুব মিউজিক স্টেশন সুত্রে জানা যায়, আগামী ১০ ডিসেম্বর শিল্পী পলি শারমিনের জন্মদিন। ঐ দিনই গানটি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ