Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘ইন্ডিয়ান আইডল ১১’তে আনু মালিকের স্থলাভিষিক্ত হলেন হিমেশ রেশম্মিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

আনু মালিক #মিটু অভিযোগের পর বাদ পড়ার পর গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১১তম মৌসুমে হিমেশ রেশম্মিয়া বিচারক হিসেবে যোগ দিচ্ছেন। হিমেশ এর আগে একই সোনি টিভির ধারার ‘সুপারস্টার সিঙার’ অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছেন। হিমেশের নতুন দায়িত্বে তার সঙ্গে থাকবেন গায়িকা নেহা কাক্কার এবং সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি। “আমি ‘সুপারস্টার সিঙার’-এর অংশ ছিলাম আর এখন আমি ‘ইন্ডিয়ান আইডল ১১’ দিয়ে যাত্রা অব্যাহত রাখব। ‘ইন্ডিয়ান আইডল’ সবচেয়ে দীর্ঘদিন চলা রিয়েলিটি শোই নয় এটি অনুসরণীয়ও। আমি জাজ প্যানেলে অন্তর্ভুক্ত হয়ে আনন্দিত। আমি এবারের সিজন দেখে আসছি। অসাধারণ সব শিল্পী রয়েছে এতে আশা করি এরা ভারতীয় সঙ্গীত জগতে আলোড়ন সৃষ্টি করতে পারবে,” হিমেশ বলেন। গত বছর ভারতে #মিটু আন্দোলনের সময় আনু মালিকের বিরুদ্ধে অভিযোগ প্রকাশিত হয়। গায়িকা সোনা মহাপাত্র, নেহা ভাসিন এবং শ্বেতা পণ্ডিত তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ আনেন। আনু তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। তিনি সে সময় অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা করারও হুমকি দেন। তবে গত মাসে তিনি ‘ইন্ডিয়ান আইডল’ ছাড়ার ঘোষণা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ