Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুর মুক্ত দিবসের র‌্যালি

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার যথাযোগ্য পর্যাদায় ফুলপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা এমএ হাকিম সরকার, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান।

পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে ফুলপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে ছিলেন, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা এমএ হাকিম সরকার, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি শশধর সেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, ফুলপুর পাইলট মহিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক রাসেল আহমেদ রয়েলসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ