Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেশবপুরে পানি নিষ্কাশনের দাবিতে স্মারকলিপি

কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

কেশবপুরের ৩০টি বিলের পানি নিষ্কাশনের জন্য হরিহর ও ভদ্রা নদীর বাঁধ অপসারনের দাবিতে স্বারকলিপি প্রদান করেছে উপজেলা পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। গতকাল উপজেলার ৩০টি বিলের জমির মালিকদের পক্ষে কেশবপুর উপজেলা পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ব্যানারে কৃষক নেতা আবু বক্কর সিদ্দিকি, বাবুর আলি, শওকত হোসেন, মশিয়ার রমানের নেতৃত্বে শতাধিক কৃষক কেশবপুর শহরে মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের কাছে স্বারকলিপি প্রদান করেন। স্বারকলিপিতে দাবি জানানো হয়, হরিহর, ভদ্রা নদী সংলগ্ন বিলগুলোতে যাতে কৃষক বীজতলা তৈরি করে বোরো ধানের আবাদ করতে পারে, পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বোরো ধানের কার্যকর ব্যবস্থা গ্রহণ, সময়োচিত পদক্ষেপ গ্রহণ করা। জানা যায়, কেশবপুরের প্রধান দুটি নদীতে বাঁধ দেয়ার কারণে শত শত হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ