রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গফরগাঁও উপজেলায় চা পানের বিল পরিশোধ না করা নিয়ে জনৈক প্রবাসীর মা বৃদ্ধা ফালানি বেগমকে (৫৮) পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। এ ঘটনায় নিহত বৃদ্ধার স্বামী আব্দুল খালেক বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে গতকাল সোমবার দুপুরে পাগলা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের মাখল গ্রামের আব্দুল খালেকের ছেলে প্রবাসী আনার মিয়া বন্ধুদের নিয়ে স্থানীয় গয়েশপুর বাজারে চা পান করেন। এ সময় চা দোকানের পাশে বাসা ছিলো প্রতিবেশী মনতাজ। প্রবাসী আনার মিয়া বন্ধুদের নিয়ে চা পান করে বিল পরিশোধ করে বাড়ি চলে আসেন। এসময় পাশে বসে স্টলে চা পান করছিলেন প্রতিবেশী মোনতাজ উদ্দিন। আনার মিয়া বন্ধুদের চা পানের বিল পরিশোধ করলেও প্রতিবেশী মোনতাজ উদ্দিনের বিল পরিশোধ করেনি। তাতে ক্ষিপ্ত হন মোনতাজ উদ্দিন। এনিয়ে রাতে প্রবাসী আনার মিয়ার সঙ্গে বাড়িতে প্রতিবেশী মোনতাজ উদ্দিন ও শহিদুল্লাহর মারামারি হয়। তাতে গুরুতর আহত হন প্রবাসী আনার মিয়ার মা ফালানি বেগম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে মারা যান ফালানি বেগম।
পাগলা থানার ওসি (তদন্ত) ফয়েজুর রহমান জানান, ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।