রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারীর ডোমার উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি পরিবারের মালামাল ভস্মীভ‚ত হয়েছে। গত রোবরাব রাতে উপজেলার গোমনাতী ইউনিয়নের মৌজা গোমনাতীর ডারার পাড় এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে মৌজা গোমনাতির বদরুল আলমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আশেপাশের ১০টি পরিবারের ২১টি ঘর আগুনে ভস্মীভ‚ত হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ধান, চাল, আসবারপত্র নগদ টাকাসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুইঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, যথাসময়ে ঘটনাস্থলে পৌছলেও রাস্তার সমস্যার কারণে ভ্যানযোগে মেশিন ও যন্ত্রপাতি নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় ক্ষতির পরিমাণ বেড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।