Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে করলে মায়ের ইচ্ছাতেই বিয়ে করব-অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

অনেকদিন থেকেই শোনা যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন। এসব গুঞ্জণ তিনি বরাবরই উড়িয়ে দিয়েছেন। তবে নতুন করে আবারও শুরু হয়েছে অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন। তার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে বিয়ের কথা একেবারে অস্বীকার করেননি। তবে এখনই বিয়ে করছেন বিষয়টি এমন নয়। অপু বিশ্বাস বলেন, বিয়ে হয়তো করতেও পারি কোনো একদিন। যদি করি তবে এবার মায়ের ইচ্ছায় বিয়ে করবো। তার মানে এই নয় যে, আমি এখনই বিয়ে করে ফেলছি বা বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছি। বিয়ে করলে সবাই জানতে পারবে। আপাতত ছেলে আব্রাম খান জয়কে ঘিরেই ভালো সময় কাটাচ্ছি। ছেলের দেখাশোনা, পড়াশোনা সবকিছু সামলে যেটুকু সময় পাই সেটুকু শোবিজে দিই। সিনেমা-বিজ্ঞাপনের শুটিংয়ের পাশাপাশি বিভিন্ন রকম শো-তে অংশ নিচ্ছি। উল্লেখ্য, শাকিব-অপুর বিচ্ছেদ হয় গত বছর ১২ মার্চ। ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। এখন বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে প্লে-গ্রুপে পড়ে জয়। অপু সর্বশেষ শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ সিনেমায় অভিনয় করেছেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ