Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগরিক নাট্য সম্প্রদায়ের সম্মাননা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

৫০ বছরের পথ পরিক্রমায় নাগরিক নাট্য সম্প্রদায় এ বছর নবনাট্য সৃজনে তরুণ প্রতিশ্রুতিশীল ৫জন মঞ্চনাটক নির্দেশককে প্রণোদনা প্রদান করেছে। তাদের নির্দেশিত ৫টি নতুন নাটক এবং নাগরিক-এর নিজস্ব নতুন একটি নাটক ও মঙ্গলদীপ ফাউন্ডেশন প্রযোজিত নতুন একটি নাটকের উদ্বোধনী মঞ্চায়ন নিয়ে গত ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত নাগরিক নাট্য সম্প্রদায় ৭দিন ব্যাপী নাট্যোৎসব ’নতুনের উৎসব ২০১৯’ উদযাপন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। উৎসবটির পৃষ্ঠপোষকতায় ছিলো বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ইউনিলিভার, বার্জার পেইন্টস এবং ঢাকা ব্যাংক লিমিটেড। এ বছর প্রণোদনা প্রাপ্ত ৫জন নির্দেশক হলেন: শামীম সাগর, হৃদি হক, সাইদুর রহমান লিপন, কাজী তৌফিকুল ইসলাম ইমন, শুভাশিস সিনহা। নাটকগুলো নাগরিক নাট্য সম্প্রদায়ের সম্মানিত সভাপতি আলী যাকের ও দলের অন্যান্য জেষ্ঠ্য-অভিজ্ঞ সদস্য, তারিক আনাম খান এবং প্রফেসর আব্দুস সেলিমের সমন্বয়ে গঠিত জুরী বোর্ডের মাধ্যমে নির্বাচিত ছিলো। উৎসবের শেষ দিন গত ৫ ডিসেম্বর বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠান আয়োজন করে নাগরিক। সমাপনী অনুষ্ঠানে নাট্যাঙ্গনের বরেণ্য চারজন জেষ্ঠ্য নাট্যব্যক্তিত্ব তথা ফেরদৌসী মজুমদার, জ্যোৎস্না বিশ্বাস, লাকী ইনাম এবং শিমূল ইউসুফকে সম্মাননা জানায় নাগরিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক নাট্য সম্প্রদায়ের সহ-সভাপতি আবুল হায়াত এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ’নতুনের উৎসব ২০১৯’ এর আহŸায়ক ও নাট্য সম্প্রদায়ের সহ সভাপতি সারা যাকের। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান ও অধ্যাপক আব্দুস সেলিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ