Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

১ কমান্ডো থ্রি
২ পাগালপান্তি
৩ মারযাবাঁ
৪ ইয়ে সালি আশিকি
৫ হোটেল মুম্বাই

ইয়ে সালি আশিকি
চেরাগ রুপারেল পরিচালিত রোমান্স ড্রামা। ক্লাসরুমে প্রথম নজরেই মিট্টি দেওরার (শিবালিকা ওবেরয়) প্রেমে পড়ে যায় সাহিল মেহরা (বর্ধন পুরি)। এর মধ্যে অন্য এক সহপাঠীর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখলে মিট্টির ওপর রেগে যায় সাহিল। মাফ চাইলে সাহিল মিট্টিকে আরকটি সুযোগ দেয়। নকল করতে গিয়ে ধরা পড়লে মিট্টি ধরে নেয় এ জন্য সাহিল দায়ী। সে সাহিলকে উচিত শিক্ষা দেবে বলে ঠিক করে। সে সাহিলের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ আনে। সাহিলকে আটক করে কারাগারের বদলে মানসিক রোগের হাসপাতালে পাঠানো হয় করণ প্রমাণিত হয় রাগের মাথায় কয়েক বছর আগে সে তার বাবাকে হত্যা করেছে, তাই ধরে নেয়া হয়েছে তার মানসিক বিকার রয়েছে। সাহিল দাবি করে সে নিরপরাধ আর এর পেছনে মিট্টিই কলকাঠি নাড়ছে। এর মধ্যে মিট্টি ধনবান তরুণ অনুজের (রুসলান মুমতাজ) সঙ্গে মেলামেশা শুরু করে।সাহিল কি শেষ পর্যন্তপ্রমাণ করতে পারবে সে নিরপরাধ? কার সঙ্গে মিট্টির শেষে মিলন হবে, সাহিল না অনুজ?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ