Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

১ ফ্রোজেন টু
২ নাইভস আউট
৩ ফোর্ড ভার্সেস ফেরারি
৪ এ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড
৫ স্লিম অ্যান্ড কুইন

স্লিম অ্যান্ড কুইন
মেলিনা মাটসুকা পরিচালিত ড্রামা ফিল্ম ‘স্লিম অ্যান্ড কুইন’। মাটসুকা বেশ কিছু মিউজিক ভিডিও এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। কস্টকো কর্মী স্লিম (ড্যানিয়েল কালুইয়া) আর আইনজীবী কুইনের (জোডি টার্নার-স্মিথ) পরিচয় হয় টিন্ডার অ্যাপ দিয়ে। কুইন জানায় স্লিম কে দুঃখী মনে হওয়ায় তাকে বেছে নিয়েছে সে, যাই হোক প্রথমেই পরস্পরকে পছন্দ করে তারা। বাড়ি ফেরার পথে স্লিম কথোপকথনে ব্যস্ত থাকায় একটি ট্রাফিক সংকেত মানতে ভুল করে। ট্রাফিক পুলিশ এটাকে বড় অপরাধ বলে বিবেচনা করে। কৃষ্ণাঙ্গে বলেই সম্ভবত শ্বেতাঙ্গে পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে বিশেষ করে ¯িøমের সঙ্গে। তাকে গ্রেফতার করার হুমকি দেয়া হয়। কুইন জানায় সে আইনজীবী এবং কোন অপরাধে তাকে গ্রেফতার করা হবে জানতে চায়। কুইন তার ফোন বের করতে চাইলে পুলিশ তার দিকে পিস্তল তাক কওে, ভুল বোঝাবুঝিতে ¯িøমের সঙ্গে তার হাতাহাতি হয় এবং পুলিশ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পুরো ঘটনা ড্যাশক্যামে রেকর্ড হয়। বর্ণবিদ্বেষী পুলিশের হাতে ধরা না দিয়ে স্লিম আর কুইন পলাতক থাকার সিদ্ধান্তনেয় । জনতা তাদের ‘বø্যাক বনি অ্যান্ড ক্লাইড’ নামে আখ্যায়িত করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ