রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
উপজেলা আশিক আলী স্কুল মাঠে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনে গত শনিবার জেলা বিএনপির আহŸায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক প্রধান অতিথির বক্তব্যে বলেন, সারা দেশের বিএনপির নেতাকর্মী ও স্বাধীন দেশের ষোল কোটি মানুষ আজ ভালো নেই। কারণ আমাদের প্রাণপ্রিয় মাতৃতুল্য নেত্রী এবং ষোল কোটি মানুষের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় বন্দি। নেত্রী যতদিন কারাগারে থাকবে ততদিন আমরা জিয়ার সৈনিকরা শান্তিতে রাত্রিযাপন করতে পারি না। তাই জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করতে হবে। দল যদি শক্তিশালী না থাকে তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো। দেশনেত্রী খালেদা জিয়াকে কারাবন্দি থেকে মুক্ত করতে হলে রাজপথে কঠোর আন্দোলনে নামতে হবে। সেই আন্দোলনের মূল প্রস্তুতি হচ্ছে আজকের সম্মেলন। তিনি আরও বলেন, দেশে মানুষ আজ বর্তমান সরকারের কাছে জিম্মি হয়ে আছে। মানুষের সমগ্র অধিকার আজ এ ফ্যাসিবাদী সরকার হরণ করে নিয়ে গেছে। তিনি বলেন, একটি চক্র বিএনপিকে ও তার ঐক্যবদ্ধ শক্তিকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র করছে। পরে তিনি ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
উপজেলা বিএনপির আহŸায়ক শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপত্বিতে ও পৌর বিএনপির আহŸায়ক আমান গাজীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ, সমাজ সেবক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ এমএ হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ছলিম উল্যা সেলিম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দেওয়ান সফিকুর জ্জামান, যুগ্ম-আহŸায়ক মুনির চৌধুরী, জহির উদ্দীন বাবর, ঢাকা টেক্সার্স বারের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্বাস উদ্দীন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।