রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বাড়ছে থাই পেঁয়ারার চাষ। পেঁয়ারা বাগানের ভেতরে উন্নত জাতের আমের গাছ লাগিয়ে এক সাথে দুই ফল পাবার আশায় বাড়ছে বাগানের পরিধি। অন্যের জমি লিজ নিয়ে বাগান করার কাজে ব্যস্ত এলাকার বেকার যুবক চাষিরা।
জানা যায়, বিরামপুর পৌর এলাকার শাখা যমুনা নদীর পশ্চিম কোন ঘেঁষে প্রায় চার একর জমিতে প্রয়াত দিনাজপুরের সাবেক এমপি আজিজুর রহমান চৌধুরীর ছেলে মনিনুল ইসলাম নিজ উদ্যোগে থাই পেঁয়ারার বাগান লাগিয়েছেন। তার নিজস্ব ২ একর জমিতে প্রথমে পেঁয়ারার বাগান শুরু করেন, পরবর্তীতে আরও ৩ একর জমি লিজ নিয়ে এখন তার ৫ একর পেঁয়ারা বাগান। পেঁয়ারা বাগানের ভেতরে হাড়ি ভাঙা আমের গাছ শোভা পাচ্ছে। সাড়ে তিন হাজার পেঁয়ারা গাছ ও ৫ শতাধিক হাড়ি ভাঙা আম এর গাছ একই বাগানে এক সাথে শোভা পাচ্ছে । থাই পেঁয়ারা উঠতে শুরু করছে, কেজিপ্রতি ৭০ টাকায় ধরে বিক্রি হচ্ছে। প্রতিটি গাছে বাম্পার ফলন ধরেছে। পেঁয়ারা আসা গাছের ডালে পরিবেশ বান্ধব উপায়ে পোকার উপদ্রব বন্ধ রোধে কীটনাশকের বিকল্প পলিথিন ব্যাগ ভরে পেঁয়ারা বড় করছেন। বাগান করতে খরচ হয়েছে ৪ লাখ টাকা । বর্তমানে এক বছরে তার আয় হয়েছে ৭ লাখ টাকা, তিনি নিজে সহ ৪/৫ জন কর্মচারী বাগান পরিচর্চা করেন। বাড়ছে পেয়ারার বাগান এর পরিধি। থাই পেঁয়ারা সারা বছর পাওয়া যায়। বাজার এর চাহিদা বাড়ছে পেঁয়ারা চাষ।
বিরামপুর উপজেলা কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল জানান, এ উপজেলায় প্রায় ২৫ হেক্টর জমিতে পেঁয়ারা চাষ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।