Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির দাবিতে মানববন্ধন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কমিটির তালিকাভ‚ক্ত মুক্তিযোদ্ধাদের বর্তমান যাচাই বাছাই কমিটি কর্তৃক বাতিল হওয়ার প্রতিবাদে ও মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভ‚ক্তির দাবিতে বঞ্চিত মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও সমাবেশ করেছে। এরপর তারা উপজেলা নিবার্হী কর্মকর্তার ইউএনও কাছে একটি আবেদন দেন। গতকাল রোববার সকাল ১১টার দিকে বঞ্চিত মুক্তিযোদ্ধাদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রত্যন্ত এলাকার বঞ্চিত ১৭ জন মুক্তিযোদ্ধাসহ তাদের স্বজনরা অংশ নেন। মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবিকৃত আবদুল মোতালিব, আবদুল কবির, মীর মোশারফ হোসেন, কানু দেব ও মরহুম হারুনুর রশীদের ছেলে জিয়াউল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বঞ্চিত মুক্তিযোদ্ধারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ণের লক্ষ্যে ২০১৩ সালে মুক্তিযোদ্ধা হিসেবে অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম চালু করেন। সে অনুযায়ী বঞ্চিত মুক্তিযোদ্ধারা আবেদন করেন। পরে উপজেলা যাচাই বাছাই কমিটি বঞ্চিত মুক্তিযোদ্ধার তালিকাভ‚ক্তি সুপারিশ পাঠায়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ও যাচাই বাছাই কমিটির সদস্য সচিব নাজমা আশরাফী বলেন, জামুকার নির্দেশনা মোতাবেক আবেদনকারীগণ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাদের অর্ন্তভ‚ক্ত করা যায়নি। তাই শূন্য তালিকা পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ