Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

গাইবান্ধায় হাজতির মৃত্যু

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধা জেলা কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. রানা চৌধুরী (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়। রানা চৌধুরী গাইবান্ধা জেলা শহরের ভিএইড রোডের মমিনপাড়া এলাকার মৃত জোসেপ চৌধুরীর ছেলে। গত ২ মাস ধরে তিনি গাইবান্ধা জেলা কারাগারে বন্দী ছিলেন। গাইবান্ধা জেল সুপার মো. মাহাবুবুল আলম জানান, রানা চৌধুরী মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। ২ মাস ধরে তিনি কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন রানা চৌধুরী। রাতেই তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরো জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ