প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রায় দুই বছর পর নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পলাশ। আগামী ফেব্রুয়ারিতে নতুন দুটি গান প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এ সঙ্গীতশিল্পী। এরই মধ্যে একটি গানের কাজ শেষ করেছেন। ‘অভিমান পোড়ে না’ শিরোনামে গানটির কথা লিখেছেন এ মিজান এবং সুর করেছেন মীর মাসুম। রেকর্ড করার পর এটির ভিডিও তৈরি করা হয়েছে। এছাড়া শিগগিরই আরেকটি নতুন গানে কণ্ঠ দেবেন। সেটি সুর করবেন শওকত আলী ইমন। পলাশ বলেন, ব্যবসায়িক কাজে বেশি ব্যস্ততার জন্য নতুন গানে সময় দেয়া হয় কম। এছাড়া দেশ-বিদেশে স্টেজ কনসার্টের ব্যস্ততাও বেড়েছে আগের থেকে। তবে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে নিয়মিতই নতুন গান প্রকাশ করার। আগামী ফেব্রুয়ারিতে দুটি গান ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। গান দুটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমার মনে হচ্ছে। অন্যদিকে পলাশ নিজের একটি ইউটিউব চ্যানেল চালু করার পরিকল্পনা হাতে নিয়েছেন। উল্লেখ্য, দুই বছর আগে রিজিয়া পারভীনের সঙ্গে যৌথভাবে একটি গানের অ্যালবাম প্রকাশ করেছিলেন পলাশ। আর চন্দ্রবিন্দু নামে একক গানের অ্যালবামটি চার বছর আগে প্রকাশ হয়েছিল। স¤প্রতি তিনি ইতালির ভেনিস এবং যুক্তরাজ্যের লন্ডনে দুটি স্টেজ শোতে গান পরিবেশন করে দেশে ফিরেছেন। আগামী মাসে আবারও দেশের বাইরে গাইতে যাবেন বলে জানিয়েছেন পলাশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।