Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন মিউজিক ভিডিওতে টয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া যে’টি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন সেগুলো বেশ সাড়া ফেলেছে। মমতাজ’র ‘লোকাল বাস’ এবং প্রতীক প্রীতমের ‘গার্লফ্রেন্ড’র বিয়ে’ গান দুটি বাপক সাড়া ফেলে। এবার নতুন আরেকটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। লন্ডণ প্রবাসী সঙ্গীতশিল্পী হাসান মুনের প্রথম গান ‘হারিয়ে যেওনা তুমি’ গানের মিউজিক ভিডিওতে সঙ্গীতশিল্পীর সঙ্গেই মডেল হয়েছেন তিনি। মিউজিক ভিডিওটি পরিচারনা করেছেন প্রীতি দত্ত। গানটি লিখেছেন এবং সুর করেছেন মৌসুম আহমেদ, সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। টয়া বলেন, ‘গানটি আমার ভীষণ ভালো লেগেছে। মিউজিক ভিডিওটির গল্পটাও আমার কাছে একটু আলাদা মনে হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণের ক্ষেত্রে সিনেমাটোগ্রাফার গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশ^জিৎ দা এই ক্ষেত্রে অনন্য। কারণ মিউজিক ভিডিওতে গল্পের যে আবেগ, অনুভূতিটা তুলে ধরা জরুরী দাদা সেটা পেরেছেন। সবমিলিয়ে একটি ভালো কাজ হয়েছে। আমি এই গানটির ব্যাপারে খুবই আশাবাদী। আশা করছি, বছরের শেষ দিকে মিউজিক ভিডিওটি সবার মন কাড়বে।’ মিউজিক ভিডিওটির শুটিং শ্রীমঙ্গলের গ্র্যাÐ সুলতান’সহ আশেপাশের মনোরম লোকেশনে হয়েছে। গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ