Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে ইউপি সদস্যসহ ৩৫ জুয়াড়ি আটক

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

নেছারাবাদে সন্ধ্যা নদীতে ট্রলারে করে জুয়া খেলার সময় ৩৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ জুয়াড়িদের জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান শেষে গতকাল শনিবার সকালে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা উপজেলার বলদিয়া, সুটিয়াকাঠি ও সোহাগদল ইউনিয়নের বাসিন্ধা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে নেছারাবাদ থানার এস আই মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সন্ধ্যা নদীর জলাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ এম ভি কলাভিটা নামক একটি ইঞ্জিন চালিত ষ্টিলবোডি ট্রলারে জুয়া খেলার অবস্থায় থাকা ৩৫ জুয়াড়িকে আটক করে। পরে আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সরকার আবদুল্লাহ আল মামুন বাবুর আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ