Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পল্লবী থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গত বৃহস্পতিবার দিনগত রাতে পল্লবীর কেডিসি ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জঙ্গি সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই ও লিফলেটসহ উগ্রবাদী ডিজিটাল কনটেন্ট ও মোবাইল ফোন জব্দ করা হয়। তারা হলেন- মঞ্জুরুল ইসলাম সোহাগ (২৬) ও আব্বাস উদ্দিন (২২)। র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেফতারকৃতরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে, তাদের মতে এ ব্যবস্থাগুলো বাতিল। তারা এ গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে অবৈধ হিসেবে আখ্যায়িত করে সরকার উৎখাতের লক্ষ্যে জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানের সময় তাদের দলের আরও বেশ কয়েকজন সদস্য পালিয়ে যান। তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ