প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নুসরাত জাহান রাফির নামে উৎসর্গকৃত জাতীয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় এটিএন বাংলায় প্রচারিত হবে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও প্রতিযোগিতার আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রতিযোগিতায় বিজয়ী দলসমূহকে ট্রফি, ক্রেস্ট, সনদপত্রসহ নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেন। প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ। প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরভ অর্জন করে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া। ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে এই প্রতিযোগিতার শ্লোগান হচ্ছে ‘সাহসিকা নুসরাত তুমিই যুক্তি তুমিই প্রতিবাদ’। প্রতিযোগিতায় বাছাইয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ের দেশের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা অনুষ্ঠানের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, নিপীড়ন বিরোধী এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে নারীর প্রতি নিপীড়ন কমিয়ে আনতে সচেতনতা তৈরীতে ভূমিকা রাখবে। তিনি সরকারের কাছে দাবি করে জানান- নুসরাত সোনাগাজীর যে মাদ্রাসায় পড়তো, সে মাদ্রাসার নামকরণ নুসরাতের নামে করা হউক এবং নুসরাতের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ‘নিপীড়ন বিরোধী দিবস’ হিসেবে একটি দিবস পালন করা হউক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।