Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভর্তি পরীক্ষা শুরু

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) বিবিএ ও বিফার্ম কোর্সের ১ম বর্ষের দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। সকাল ১১ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা এবং বিকেল সাড়ে ৩ টা হতে সাড়ে ৪ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৩৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। আগামীকাল শনিবার ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের ১৬টি বিভাগে ৮১৫টি আসনের জন্য মোট ৬৫ হাজার ৩শ’ ৬৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রতি আসনে প্রতিদ্ব›িদ্বতা করছে ৮০ জন শিক্ষার্থী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ