রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে ও চানভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৫টি ইটভাটাকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ঘনেশপুর বাজার থেকে প্রায় ৫ লাখ টাকার মূল্যের ২শ’ ৫০ টুকরা সেগুন গাছ জব্দ করা হয়।
গত বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন চুনারুঘাটের সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতিমা। তিনি জানান, জরিমানাকৃত ইটভাটাগুলোর লাইসেন্স, ব্যবহার ভিত্তিক ভ‚মি উন্নয়ন কর পরিশোধ, বৈধভাবে মাটি ক্রয়ের কাগজপত্র না দেখাতে পারায় ইটভাটার মালিকদের এ জরিমানা করা হয়। তিনি আরও জানান, শতকরা ৫০ ভাগ ফাঁপা ইট তৈরি না করা ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর বিভিন্ন ধারা অনুযায়ী এবং ইটভাটার ব্যবহৃত সঠিক জায়গা সার্ভেয়ার কর্তৃক পরিমাপ করা হয় ও ব্যবহৃত স্থানের সঠিক পরিমান ভ‚মি উন্নয়ন কর প্রদান করতে নির্দেশ দেয়া হয়। জরিমানাকৃত ইটভাটাগুলো হলো নিউ সোহাগ ব্রিক্স ১ লাখ টাকা, নিউ তরফ ব্রিক্স ৪০ হাজার, তিতাস ব্রিক্স ৪০ হাজার, খোয়াই ব্রিক্স ৩০ হাজার এবং শোভা ব্রিক্স ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।