Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

 


হলিউড শীর্ষ পাঁচ
১ ফ্রোজেন টু
২ নাইভস আউট
৩ ফোর্ড ভার্সেস ফেরারি
৪ এ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড
৫ স্লিম অ্যান্ড কুইন

নাইভস আউট
রিয়ান জনসন পরিচালিত কমেডি ফিল্ম ‘নাইভস আউট’। ‘ব্রিক’ (২০০৫), ‘দ্য ব্রাদার্স ব্লুম’ (২০০৮), ‘লুপার’ (২০১২) এবং ‘স্টার ওয়ার্স : এপিসোড এইট - দ্য লাস্ট জেডাই’ (২০১৭) জনসন পরিচালিত চলচ্চিত্র।
ধনবান রহস্যোপন্যাস লেখক হারলান থ্রবি (ক্রিস্টোফার প্লামার) এক অদ্ভুত আর বিবাদপ্রিয় পরিবারের প্রধান ছিল। ৮৫ বছর বয়সে তার মৃত্যু হলে পরিবারের সদস্যরা ধরে নেয় সে আত্মহত্যা করেছে। তবে বিখ্যাত গোয়েন্দা বেনোয়া ব্লাঙ্কের (ড্যানিয়েল ক্রেইগ) বিশ্বাস তার মৃত্যুর পিছে অন্য কারও ষড়যন্ত্র আছে। তদন্তের জন্য সে স্থানীয় পুলিশ ডিটেকটিভ এলিয়টের (লাকিথ স্ট্যানফিল্ড)। তদন্তের স্বার্থে ব্লাঙ্ক পরিবারের সবাইকে রহস্য সমাধান হবার আগে পর্যন্তবাড়ি ছেড়ে বেরুতে নিষেধ করে দেয়। এই নিষেধাজ্ঞায় তাদের ক্রুদ্ধ করে তোলে আর সবাই একে অন্যের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় বিভিন্ন কারণে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ