Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

গণতন্ত্রকে অবরুদ্ধ করে দীর্ঘদিন শাসন করা যাবে না -বিবৃতিতে মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে অবরুদ্ধ করে দীর্ঘ সময় দেশ শাসন করা যাবে না। সরকারের এই বোধোদয়ের এখনও সময় আছে। অনৈতিক কর্মকা- ও ভয়াবহ দুঃশাসনের কারণে ভয়াবহ ইমেজ সঙ্কটে নিপতিত বর্তমান সরকারের ফ্যাসিবাদী আচরণ তাদেরকে ক্রমেই আরো জনবিচ্ছিন্ন করে তুলছে। সরকার এ সত্যটি যত দ্রুত অনুধাবন করতে সক্ষম হবে তাদের জন্য সেটিই হবে মঙ্গল।
গতকাল (বুধবার) চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সিরাজুল্লাহকে গ্রেফতার, অন্য ১৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার দেশের আইনকানুন ও বিচারিক ব্যবস্থাকে করায়ত্তে নিয়ে বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীদের কারাদ-ে দ-িত করছে, রাজনৈতিক বন্দিকে সময়মতো মুক্তি না দিয়ে নানা টালবাহানায় তাদের আটকে রাখছে এবং এরপরও কেউ জামিন নিয়ে মুক্তিলাভ করলেও কারাফটক থেকে নিত্য-নতুন সাজানো মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে পুনরায় আটক করে তাদের জেলে পুরছে। আমরা এ ধরনের বেআইনি কর্মকা- থেকে বারবার সরকারকে সরে আসার আহ্বান জানালেও নিজেদের অস্তিত্বের প্রশ্নে সরকার তাতে কর্ণপাত না করে আরো বেপরোয়া ও হিং¯্র হয়ে উঠেছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা যখন সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালনের উদ্যোগ নিচ্ছি এবং আমাদের দলকে তৃণমূল পর্যায় থেকে পুনর্গঠনের মতো সাংগঠনিক কর্মসূচি নিয়ে এগোচ্ছি তখন সরকার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে নিত্য-নতুন মিথ্যা মামলায় আটক করছে, মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করছে, পুরনো মিথ্যা মামলায় চার্জ গঠন করে চার্জশিট প্রদান করছে এবং কারাদ-ে দন্ডিত করছে। এর মূল লক্ষ্যই হলো বিএনপিকে দুর্বল করে কোনোভাবেই সাংগঠনিক কাজ করতে না দেয়া।

তিনি বলেন, প্রতিহিংসাপরায়ণ বর্তমান সরকারের ইশারায় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সিরাজুল্লাহকে গ্রেফতার, অন্য ১৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়েছে। মির্জা ফখরুল এ ঘটনায় নিন্দা জানান এবং অবিলম্বে সিরাজুল্লাহসহ ১৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সিরাজুল্লাহর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ