Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে আ.লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে সম্মেলন পন্ড

মাদারীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বকে কেন্দ্র করে সম্মেলন ও কর্মীসভা প- হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, মাদারীপুরে একই স্থানে আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সম্মেলন ও কর্মীসভায় বিশৃঙ্খলার আশঙ্কায় অনুষ্ঠান বন্ধ করে দেয় পুলিশ। এদিকে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও কর্মীসভাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুরে দীর্ঘদিন থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লার সাথে সাবেক মন্ত্রী শাজাহান খানের গ্রুপিং দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্বের জের ধরেই দুই গ্রুপ একই স্থানে অনুষ্ঠানের আয়োজন করে।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসিকান্দি একতা বাজার এলাকায় সাহাবুদ্দিন মোল্লা সমর্থিত স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন আয়োজন করে। একই স্থানে শাজাহান খান সমর্থিত ধুরাইল ইউনিয়ন আ.লীগও কর্মীসভার আয়োজন করে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ দুইপক্ষের অনুষ্ঠানই বন্ধ করে দেয়।

মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাহাবুদ্দিন মোল্লা সমর্থিত নেতা মিরাজ হোসেন খান বলেন, আমরা ১৫ দিন আগে থেকে সম্মেলনের প্রস্তুতি নিয়ে প্রশাসনের অনুমতিও নিয়েছি। কিন্তু হঠাৎ করেই শাজাহান খান গ্রুপের লোকজন আমাদের সম্মেলনকে প- করার জন্য একই স্থানে শাজাহান খানকে প্রধান অতিথি করে কর্মীসভা আয়োজনের প্রস্তুতি নেয়। এ কারণে প্রশাসন দুই পক্ষের অনুষ্ঠান আয়োজন বন্ধ করে দিয়েছে।

ধুরাইল ইউনিয়ন আ.লীগের সভাপতি ও শাজাহান খান সমর্থিত নেতা মাহবুব হাওলাদার বলেন, আমরা সাবেক মন্ত্রী শাজাহান খানকে প্রধান অতিথি করে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম কিন্তু প্রশাসন আমাদের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। মাদারীপুর সদর থানার ওসি সওগাতুল আলম বলেন, একই স্থানে দুই পক্ষের অনুষ্ঠান আয়োজন করে। পরে বিশৃঙ্খলার আশঙ্কায় দুইপক্ষই তাদের অনুষ্ঠান প্রত্যাহার করে নেয়। তাই অনুষ্ঠান হয়নি। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ