Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার দশক পূর্তিতে মাইলসের বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের ৪০ বর্ষপূর্তির বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভোকেশন সেন্টারে। এ উপলক্ষে একটি কনসার্টের আয়োজন করা হবে। এ আয়োজন করছে উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেড। মাইলস ব্যান্ড-এর সদস্যরা জানান, মাইলসের চল্লিশ বছর পূর্তির সর্বশেষ আয়োজনটি তারা বাংলাদেশেই রেখেছেন । অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ হিসেবে তদের পাশাপাশি থাকছে অন্যান্য জনপ্রিয় ব্যান্ডও। উপস্থিত দর্শক এবং ভক্তদের জন্য ঐদিন থাকবে বেশ কিছু সারপ্রাইজ। থাকছে কনটেস্ট এ বিজয়ী ভক্তদের মাইলসের সঙ্গে গান গাওয়ার সুযোগ যা খুব শিগ্রই জানানো হবে। আয়োজক প্রতিষ্ঠান উইন্ডমিলের সিইও সাব্বির রহমান তানিম বলেন, মাইলস আমাদেও দেশের অনেক কিছুর প্রথমের সঙ্গে যুক্ত। ভক্তদের কাছে এই আয়োজনকে তুলে ধরতে অনেকগুলো চমক নিয়ে হাজির হবে উইন্ডমিল। এ ব্যপারে শিগ্রই ঘোষণা আসছে। মাকসুদ ও ঢাকা ব্যান্ডের অন্যতম সদস্য মাকসুদুল হক মাকসুদ বলেন, মাইলসের প্রতিটি কাজই অনেক গোছানো। চল্লিশ বছর লম্বা একটা সময়। শুধুমাত্র একজন ব্যান্ড সদস্য নয়, বন্ধু হিসেবে শুরু থেকেই সঙ্গে ছিলাম এখনও আছি। ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু বলেন, একটা ব্যান্ডে চল্লিশ বছর পার হওয়ার পেছনে যতো গল্প থাকে, শ্রম থাকে বা ত্যাগ থাকে এটা একটা সাধারণ মানুষ বুঝবে না। নিজেদের জনপ্রিয়তা একই রেখে এগিয়ে যাওয়া একটা বিশাল ব্যাপার। যা মাইলস করে দেখিয়েছে। নতুনদের জন্য মাইলস একটি অনুপ্রেরণার প্রতীক হয়ে আছে থাকবে। তাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা। ফিডব্যাকের লাবু রহমান বলেন, মাইলস শুধু একটি ব্যান্ডই নয়, একটি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। এই প্রতিষ্ঠান একদিনে তৈরি হয়নি। মাইলসের সবাই প্রথম শ্রেণীর মিউজিশিয়ান। সে কারণেই এখনও মাথা উঁচু করে দাড়িয়ে আছে মাইলস। তাদের এমন কিছু গান আছে যা পৃথিবীর শেষ পর্যন্ত থাকবে। মাইলসের এই কালের স্বাক্ষীতে আমরাও থাকছি। ভাইকিংসের তš§য় বলেন, চল্লিশ বছর পার করা অনেক বড় একটি ঘটনা। মাইলস আমাদের জন্য একটি অনুকরণীয় ব্যান্ড। এটা দেখে আসছি আমাদের সময় থেকে এখন পর্যন্ত। তাদের কাছে আমাদের অনেককিছু শেখার আছে। আয়োজক প্রতিষ্ঠান উইন্ডমিলের পক্ষ থেকে জানানো হয়, মাইলসের চল্লিশ বছর ঘিরে থাকবে নানা আয়োজন। থাকছে অন্যান্য জনপ্রিয় ব্যান্ডের মাইলসের প্রতি সম্মান প্রদর্শন। যার মধ্যে থাকছে ভক্তদের মাইলসের সঙ্গে গান গাওয়ার সুযোগ, মাইলস গানের কথা এবং তার পেছনের কাহিনী প্রদর্শনী। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে অত্যন্ত স্মরনীয় এই কনসার্টটিতে আসার জন্য সকলের প্রতি আমন্ত্রণ রইল।



 

Show all comments
  • Imtiaz Masrur ৪ ডিসেম্বর, ২০১৯, ২:০৬ পিএম says : 0
    I love Miles and I want to be a performer with Miles on 24 Decber, I am fulky prepared and waiting for the track for participant.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ