প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিয়ে, সংসার করা এবং বিচ্ছেদের কারণে বেশ কয়েক বছর অভিনয়ে অনুপস্থিত ছিলেন মডেল-অভিনেত্রী সারিকা। এরমধ্যে শিডিউল ফাঁসানোসহ বিভিন্ন অভিযোগে নিষিদ্ধও হয়েছিলেন। তবে সব ঝক্কি-ঝামেলা কাটিয়ে গত রোজার ঈদ থেকে আবার অভিনয়ে মনোযোগী হন তিনি। এখন বেশ ব্যস্ততার মধ্যে আছেন। সারিকা বলেন, গত দুই মাসে কাজে মনোযোগ দিয়েছি। বেশ কয়েকটি নাটকে অভিনয় করছি। এরমধ্যে রয়েছে আসাদুজ্জামান আসাদের টক ঝাল প্রেম, বি ইউ শুভর প্রিয় বাবা মা, তপু খানের ম্যাগনেট বাবুসহ বেশ কিছু নাটক। সারিকা বলেন, আমি আমার মেয়ে নিয়ে ব্যস্ত ছিলাম। ও ছোট ছিল। এখন কিছুটা বড় হয়েছে। তাই কাজে আবার মনোযোগ দিতে পারছি। আমি নিয়মিত কাজ করছি। গত কিছুদিনে প্রায় হাফ ডজন নতুন নাটকে কাজ করেছি। দর্শকরা এখন থেকে নিয়মিত দেখতে পাবেন। আমি কাজের ব্যাপারে এখন বেশ সিরিয়াস। মাঝে গ্যাপের কারণে কিছুটা সমস্যা হয়েছিল। এখন ইউটিউবে চ্যানেলের পাশাপাশি বেশি কাজ হচ্ছে। আগে সেটা ছিল না। আমি এখন এই দুই মাধ্যমেই মানিয়ে নিয়েছি। সময়ের সঙ্গে চলছি। সামনে বেশ ভালো কিছু কাজ আমার কাছ থেকে দর্শকরা পাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।