Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টড ফিলিপসের পরিচালনায় ‘জোকার’ সিকুয়েলে ফিরবেন য়োয়াকিন ফিনিক্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

বিলিয়ন ডলার আয়ের প্রথম আর-রেটেড চলচ্চিত্র ‘জোকার’-এর দ্বিতীয় পর্বের জন্য আবার হাত মেলাচ্ছেন পরিচালক টড ফিলিপস আর অভিনেতা য়োয়াকিন ফিনিক্স (ছবিতে ডানে)। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের সময় ব্যাপক প্রশংসিত হবার পর থেকেই ‘জোকার’-এর সিকুয়েলের সম্ভাবনার কথা প্রকাশ পায়, তবে তাৎক্ষণিক ভাবে তা নিশ্চিত হয়নি। হলিউড রিপোর্টার জানিয়েছে- প্রজেক্টটি এখন আলোচনার চূড়ান্ত পর্যায়ে আছে, প্রকাশনাটি জানিয়েছেন নির্মিতব্য চলচ্চিত্রটির জন্য ফিলিপস আর ফিনিক্স আরেকবার হাত মেলাবেন। পরিচালক প্রথম ফিল্মের চিত্রনাট্যকার স্কট সিলভারের সঙ্গে ‘জোকার টু’র চিত্রনাট্য লিখবেন বলে জানিয়েছে হলিউড রিপোর্টার। বস্তুত প্রথম দিকে ‘জোকার’ যা আয় করেছিল তাই ওয়ার্নার ব্রাদার্সের জন্য ফিলিপসকে দিয়ে আরেকটি চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব দেবার জন্য যথেষ্ট ছিল। সেই সময় থেকেই শোনা যাচ্ছিল তাকে দিয়ে ডিসি কমিক্সের ‘সুপারম্যান’ সিরিজের সুপারভিলেন লেক্স লুথরকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করান হবে। তবে শেষ পর্যন্ত যে তিনি ‘জোকার টু’ পরিচালনা করবেন তাই প্রায় নিশ্চিত হল। ডিসির আরেক সুপারহিরো ‘ব্যটম্যান’কে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন ম্যাট রিভস; এই ফিল্মটিতে কেন্দ্রীয় ভূমিকায় আছেন রবার্ট প্যাটিনসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ