Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘদিন পর খল ভূমিকায় সৌমিত্র চ্যাটার্জি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

ডিটেক্টিভ থ্রিলার চলচ্চিত্রে এখন টালিগঞ্জের চলে পরিণত হয়েছে। পরিচালক প্রতিম ডি গুপ্ত স¤প্রতি তার আসন্ন ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’ ফিল্মে গোয়েন্দা শান্তিলাল চরিত্রে ঋত্বিক চক্রবর্তীর নাম ঘোষণা করেছেন। পরিচালক মৈনাক ভৌমিক ‘গোয়েন্দা জুনিয়র’ ফিল্মের জন্য তরুণ অভিনেতা ঋতব্রত মুখার্জিকে কাস্ট করেছেন। সর্বশেষ, রাহুল এবং তুহিন সিনহা তাদের নির্মিতব্য ‘এবার শল্যজিত’ ফিল্মে একেবারে আনকোরা এক গোয়েন্দাকে আনছেন। এই ফিল্মটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল একসময়ের ফেলুদা অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি এতে খল ভূমিকায় অভিনয় করবেন। সৌমিত্র যে এই প্রথম ভিলেন হচ্ছেন তা কিন্তু নয়। তিনি এর আগে ‘প্রতিশোধ’, ‘কাকাবাবু হেরে গেলেন’ এবং ‘আগুন’ ফিল্ম গুলোতে মন্দ মানুষের ভূমিকা করেছেন। এই থ্রিলার ফিল্মটি হবে ফেলুদা, ব্যোমকেশ এবং কাকাবাবু নিয়ে নির্মিত ফিল্মের মত। সকালে ব্যায়াম করতে গিয়ে সৌম্য ও শল্যজিতের পরিচয় হয়। সৌম্য’র রহস্যজনক মৃত্যু হলে শল্যজিত গোয়েন্দা রূপে আত্মপ্রকাশ করে। সৌমিত্র ছাড়াও ফিল্মটিতে মাধবী মুখার্জি, সুব্রত ব্যানার্জি, সঞ্জয় সিনহা এবং অন্যরা অভিনয় করবেন। চলচ্চিত্রটির চিত্রায়ন হবে সিকিম এবং কোলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ