রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগুনে পুড়ে মৃত্যুর হাত থেকে ৩ শিশুকে রক্ষা করলেন কোম্পানীগঞ্জ থানা পুলিশের কর্মকর্তা।
জানা যায়, উপজেলার মুছাপুর ইউনিয়নের মালেক বাজারে গত সোমবার দিনগত রাত প্রায় ২টার সময় মুদি ও মনোহারী দোকানে আগুন লেগে ধাউ ধাউ করে জ্বলতে থাকে। ঘটনার সময় পুলিশের রাত্রীকালীন টহল পাহারা তদারকী করতে যাচ্ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান। তিনি আগুন দেখে গাড়ি থেকে নেমে হ্যান্ডমাইক দিয়ে ডেকে স্থানীয় জনতাকে ঘুম থেকে জাগিয়ে তোলার চেষ্টা করেন। কয়েকজন গ্রামবাসী ঘটনাস্থলে এলেও জ্বলতে থাকা দোকান দুটিতে গ্যাস সিলিন্ডার থাকায় কেউ সাহস করে কাছে বিড়ছে না। এ সময় আগুন পাশের কয়েকটি রিকশা গেরেজের দিকে ধাবিত হচ্ছিল। দোকানে নুর আলম (৪), শুভ (৮), ইসমাইল (১৪), নামে তিনটি শিশু ঘুমন্ত ছিল। আগুনের লেলিহান শিখা দেখে ওসি আরিফুর রহামন নিজ উদ্যোগে সাহসীকতা ও সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় তাদেরকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। পরবর্তীতে এলাকার লোকজন এসে পানি ছিটিয়ে দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
এই বিষয়ে ওসি আরিফুর রহমান এ প্রতিবেদককে জানান, আমি একজন মানুষ হিসেবে ৩ শিশুকে উদ্ধার করেছি। যদিও এই কাজে অনেক ঝুঁকি ছিল? এটা ছিল আমার ইমানি দায়িত্ব ও কর্তব্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।