রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরায় অ্যাডভোকেট শ্যামল কুমার দে’কে সভাপতি এবং আরোজ আলি বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে শালিখা উপজেলা আ.লীগের কমিটি গঠিত হয়েছে। গত রোববার শালিখা উপজেলা আ.লীগ আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে তাদের নাম ঘোষণা করা হয়। সম্মেলন অনুষ্ঠানে বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রধান অতিথি হিসেবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ইলিয়াসুর রহমান ও বখতিয়ার উদ্দিন লস্কার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রেজাউল ইসলাম ও মুন্সি আবু হানিফের নাম ঘোষণা করা হয়। ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অন্যান্যদের নাম পরবর্তিতে নির্বাচন করা হবে। শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ছিলেন জাতীয় সংসদের হুইপ কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি। মাগুরা জেলা আ.লীগ সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্টিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।