Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

রামগড়ে শান্তিচুক্তির ২২তম বর্ষপূর্তি উদযাপন

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

খাগড়াছড়ি জেলার রামগড়ে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির ২২ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে গতকাল সোমবার সকাল ১০টায় বণার্ঢ্য র‌্যালি উপজেলা প্রশাসন সংলগ্ন বিজিবি স্মৃতিসৌধ থেকে শুরু হয়ে রামগড় পৌরসভা এলাকা প্রদক্ষিণ করে টাউনে এসে আলোচনা সভার মধ্য দিয়ে শান্তিচুক্তির প্রদর্শনিতে অংশগ্রহণ করে। পার্বত্য শান্তি চুক্তিকে ঐতিহাসিক অর্জন উল্লেখ করে প্রধান অতিথি বলেন, শান্তি চুক্তির ফলে পাহাড়ে নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়েছে। এখানকার বিভিন্ন জাতি-গোষ্ঠির মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়েছে। পাহাড়ের মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ সৃষ্টি হয়েছে বলেই পাহাড়ের নানামুখী উন্নয়ন সম্ভব হয়েছে। দিবসটি উদযাপনের লক্ষে শান্তি র‌্যালি, আলোচনা সভা, শান্তিচুক্তি প্রর্দশনি, স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ জোন সদরে জোন আওতাধীন এলাকার গরীব অসহায়দের মাঝে শীতবস্থ বিতরণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর জাকির হোসেনের নেতৃত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, ওসি তারেখ মো. আবদুল হান্নান, ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম মজুমদারসহ বিজিবি পদস্থ কর্মকর্তা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ