Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

অ্যান্ড্রু কিশোরের পাশে দাঁড়ালেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

প্রখ্যাত সঙ্গীতশিল্পী অ্যান্ড্রু কিশোর ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য প্রায় দুই কোটি টাকা প্রয়োজন। এই ব্যয় বহন করার মতো সামর্থ্য না থাকায় তার চিকিৎসার্থে ফান্ড গঠনের কাজ শুরু হয়েছে। তার পাশে দাঁড়ালেন জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল। এই শিল্পীর সাহায্যার্থে তিনিদুই লাখ টাকা প্রদান করেছেন। গত রোববার বিকেলে অ্যান্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাসের হাতে এই টাকা তুলে দিয়েছেন অনন্ত জলিল। অনন্ত তার অফিসিয়াল ফেসবুকে জানান, অনন্ত ও বর্ষা ২ লাখ টাকা অ্যান্ড্রু কিশোরের চিকিৎসার জন্য দিয়েছেন। উনার সুস্থতাই এ মুহূর্তে কাম্য। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবার প্রতি। অনন্ত ও বর্ষা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে গিয়ে প্রচুর টাকা খরচ হচ্ছে। আপনারাও তার এই বিপদের দিনে এগিয়ে আসুন। উল্লেখ্য, অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান অ্যান্ড্রু কিশোর। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এ পর্যন্ত তার ৩টি সাইকেলে ১২টি কেমোথেরাপি স¤পন্ন হয়েছে এবং ২৬ নভেম্বর থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হয়েছে। এরপর আরও ৩টি সাইকেলে ১২টি কেমোথেরাপি দেয়া হবে। চিকিৎসকরা জানিয়েছেন, এ চিকিৎসা আরও প্রায় আড়াই থেকে তিন মাস চলবে। এরই মধ্যে অ্যান্ড্রু কিশোরের চিকিৎসায় এক কোটিরও বেশি টাকা খরচ করে ফেলেছেন তার পরিবার। প্রয়োজন আরও অনেক টাকা। এন্ড্রু কিশোরকে যে কেমোথেরাপি দেয়া হচ্ছে এর প্রতিটির মূল্য প্রায় ৯ লাখ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ