Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাটি রহমানের নতুন গান দিন মশগুল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

প্রকাশিত হয়েছে সেরা কন্ঠের প্রতিযোগী মাটি রহমানের নতুন গান ‘দিল মশগুল’। গানটি প্রকাশ করছে ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস)। মাসুদ আহমেদের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন ইফতেখার লেলিন। রেজা মাহমুদের ভিডিও পরিচালনায় গানটির মডেল হিসেবে আছেন মার্জিয়া মৌ ও আলিফ। থাকছে মাটি রহমানের উপস্থিতিও।গানটি প্রসঙ্গে মাটি রহমান বলেন , ‘দিল মশগুল’ গানটি সুফী ঘরনার গান। অনেকটা সময় নিয়ে শ্রোতা-দর্শকদের ভালোলাগার কথা চিন্তা করেই গান-ভিডিওটি করা হয়েছে। আশা করছি. ভালো লাগবে সবার।ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে মাটি রহমানের ‘দিল মশগুল’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ