Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টম ক্রুজকে দিয়ে নাচ করাতে চান ফারাহ খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

কোরিওগ্রাফার-চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান জানিয়েছেন হলিউড তারকা টম ক্রুজকে দিয়ে নাচ করান তার বরাবরের স্বপ্ন।
“আমি অবশ্যই টম ক্রুজকে দিয়ে নাচ করাতে চাই। এটাই আমার স্বপ্ন,” ফারাহ বলেন। গোয়াতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে (আইএফএফআই) তিনি তার কোরিওগ্রাফির ক্যারিয়ার আর পরিচালনায় সাফল্যের যাত্রার কথা বর্ণনা করেন। হলিউডের উল্লিখিত তারকাকে দিয়ে গানের সঙ্গে নাচ করান হয়তো তার স্বপ্নই থেকে যাবে কিন্তু বলিউডে নিজের পরিচালনায় ‘ওম শান্তি ওম’-এর ‘দিওয়াঙ্গি দিওয়াঙ্গি’ সঙ্গীত নৃত্যদৃশ্যে তিনি বলিউডের প্রায় সব তারকাকে এক করেছিলেন। ফারাহ জানিয়েছেন তিনি তিন খানকে এক করতে চেয়েছেন একটি গানে। তিনি দিলীপ কুমারকে দিয়ে একটি গানের দৃশ্য করাতে চেয়েছিলেন শাহরুখ খানের সাহায্য নিয়ে, তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ‘দিল সে’র ‘ছাইয়া ছাইয়া’ গানের চলচ্চিত্রায়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা স্টেশনে শুটিংয়ের অনুমতি পাইনি বলে ট্রেনের ওপর করেছিলাম। চারদিনে শুটিং শেষ হয়, কেউ পড়ে যায়নি।” ভিডিওটিতে পারফর্ম করেছিলেন মালাইকা অরোরা এবং শাহরুখ খান। এই ভিডিওটি সম্পর্কে তিনি আরও বলেছেন : “শিল্পা শেট্টি রাভিনা ট্যান্ডনকেসহ আরও কয়েকজনকে অনুরোধ করেছি, কিন্তু কেউই রাজি হয়নি। মালাইকা রাজি হন এবং তারকায় পরিণত হন।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ