Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সুপারম্যান’ এখনও আমার : হেনরি ক্যাভিল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ব্রিটিশ অভিনেতা হেনরি ক্যাভিল জানিয়েছেন ডিসি ফিল্মসের ‘সুপারম্যান’ থেকে তিনি এখনও বাদ পড়েননি। ২০১৭’র ‘জাস্টিস লিগ’ ফিল্মে তিনি শেষবার সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া তিনি ২০১৩’র ‘ম্যান অফ স্টিল’ এবং ২০১৬’র ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অফ জাস্টিস’ ফিল্মে একই ভূমিকায় অভিনয় করেছেন। সুপারম্যানের ভূমিকায় তার শেষ ফিল্মটি বক্স অফিসে বিপর্যয়ের শিকার হয়। এরপর ওয়ার্নার ব্রাদার্স ডিসি ফিল্মসের নেতৃত্বে পরিবর্তন আনে। নতুন কর্মকর্তারা সিদ্ধান্ত নেয় সিনেমাটিক ইউনিভার্স নয় বরং একক সুপারহিরো ফিল্ম নির্মাণেই অগ্রাধিকার দেয়া হবে। ক্যাভিল মেন'স হেল্থ সাময়িকীকে বলেছেন : “চরিত্রটি এখনও আমার। এতোসব ঘটতে থাকলে আমি অন্ধকারে চুপ করে বসে থাকব না। সুপারম্যানকে আকার দেয়ার মত অনেক কিছু আছে। অনেক গল্প বলার আছে।” তিনি আরও বলেন : “আমি কমিক বইয়ের প্রতিফলন ঘটাতে চাই। এটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। সুপারম্যানের জন্য অনেক সুবিচার দরকার। পরিস্থিতি হল : আপনারে দেখতে পাবেন।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ