Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ায় আন্তর্জাতিক আর্টস এবং ক্রাফ্টস প্রদর্শনীতে সুসজ্জিত সেরা প্যাভেলিয়ন-এর স্বীকৃতি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

নাইজেরিয়ার আবুজাস্থ বাংলাদেশ হাইকমিশন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে ‘১২তম আন্তর্জাতিক আর্টস এবং ক্রফ্টস প্রদর্শনী’তে সম্প্রতি অংশগ্রহণ করে। রাজধানী আবুজার এফসিটি এক্সিবিশন প্যাভেলিয়ন-এ অনুষ্ঠিত মেলায় ২৫টি দূতাবাসসহ নাইজেরিয়ার ৩৬ টি অঙ্গরাজ্য এবং বহু স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করে। হাজার হাজার মানুষের পদচারণায় আন্তর্জাতিক মেলা মুখরিত হয়ে উঠে। জমকালো ১২তম আন্তর্জাতিক এক্সপো-তে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করে যৌথভাবে চীন ও ভারতের সাথে বাংলাদেশ ‘সেরা সুসজ্জিত প্যাভেলিয়ন’-এর স্বীকৃতি লাভ করে। এক্সপোর সমাপনী দিনে হাইকমিশনার মো: শামীম আহসান পুরষ্কার গ্রহণ করেন। বাংলার আবহমান ঐতিহ্য এবং সংস্কৃতির বিভিন্ন উপাদান নিয়ে সুসজ্জিত মেলার অন্যতম বৃহত্তম বাংলাদেশের প্যাভেলিয়ন সবার দৃষ্টি আকর্ষণ করে। প্যাভেলিয়নে বিভিন্ন ধরণের মনোরম হস্তশিল্প দ্রব্যাদিসহ উল্লেখযোগ্য দিক ছিল পরিবেশ-বান্ধব পাটকে ব্র্যান্ড করার লক্ষ্যে পাটজাত পণ্যের ব্যাপক উপস্থিতি। উল্লেখ্য, একজন বাংলাদেশী তাঁতী কর্তৃক পরিচালিত ‘জামদানী তাঁত’ ছিল বাংলাদেশ প্যাভেলিয়ন এর বিশেষ আকর্ষণ। মেলার পাশাপাশি সুবিশাল অডিটরিয়ামে ʿবাংলাদেশ দিবস’ উদযাপিত হয়। শত শত অতিথিদের উপস্থিতিতে নাইজেরিয়াতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান তার স্বাগত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার কথা তুলে ধরেন। ʿবাংলাদেশ ডে’-তে ঢাকা থেকে আগত শিল্পীদের অনবদ্য পরিবেশনা প্রায় তিনশত উপস্থিত অতিথিকে মুগ্ধ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ