Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

১ ফ্রোজেন টু
২ ফোর্ড ভার্সেস ফেরারি
৩ এ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড
৪ টোয়েন্টি ওয়ান ব্রিজেস
৫ প্লেয়িং উইথ ফায়ার
এ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড
১৯৯৮ সালে এস্কোয়ার সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধ অবলম্বনে ড্রামা ফিল্ম ‘এ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড’ পরিচালনা করেছেন ম্যারিয়েল হেলার। ‘দ্য ডায়েরি অফ এ টিনএইজ গার্ল’ (২০১৫) এবং ‘ক্যান ইউ এভার ফরগিভ মি?’ (২০১৮) হেলার পরিচালিত চলচ্চিত্র। ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট লয়েড ভোগেলকে (ম্যাথিউ রিস) শিশুদের প্রিয় টিভি অনুষ্ঠান ‘মিস্টার রজার্স’ নেইবারহুড’-এর জনপ্রিয় তারকা ফ্রেড রজার্সের (টম হ্যাঙ্কস) সংক্ষিপ্ত প্রোফাইল লেখার অ্যাসাইনমেন্ট দেয়া হলে সে খুব খুশি হতে পারেনি। পাশাপাশি লয়েড তার বাবা জেরিকে (ক্রিস কুপার) নিয়ে খুব ভাবনায় আছে। জেরি লয়েড আর তাদের পরিবারকে ফেলে সরে গিয়েছিল। জেরি এখন পরিবারের সঙ্গে থাকতে চায় কিন্তু লয়েড এখনও তাকে মেনে নিতে পারছে না। রজার্সের সঙ্গে মিলিত হবে পিটসবার্গ রওয়ানা দেয় লয়েড। পৌঁছে সে বুঝতে পারে কী অসাধারণ মানুষ এই রজার্স, সে বুঝতে পারে শুধু একটি গড় সাক্ষাতকার নিলেই হবে না। আর দেখা হবার পর সে কি জানতে তার জীবনই বদলে যাবে এতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ