Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিরোজপুরে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

পিরোজপুরের জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম টিটু এর নামে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা, সদর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। গতকাল রোববার দুপুরে শহরের স্বাধীনতা মঞ্চ থেকে জেলা, সদর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব সড়কে এসে পথসভা করে।
পথসভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত খান, প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পিরোজপুরে ছাত্রলীগের সুনামনষ্ট করার জন্য একটি কুচক্রী মহল ও ছাত্রলীগের কিছু অনুপ্রবেশকারী জামায়াত-শিবিরের ন্যায় জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটুর নামে মিথ্যা গুজব ছাড়াচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ