Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে মতবিনিময়

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মুজিব বর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে নাটোরে বিটিভি জেলা প্রতিনিধি সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাণীভবানী রাজবাড়ী প্রাঙ্গনে বাংলাদেশ টেলিভিশনের সারাদেশের জেলা প্রতিনিধিদের অঙ্কগ্রহণে সভার উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে শুধু স্বাধীন ভ‚খন্ডই উপহার দেননি, এ দেশের স্বাধীনতাকে অর্থবহ করতে বঙ্গবন্ধু অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন কাজও শুরু করেছিলেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই অর্থনৈতিক সমৃদ্ধির শিখরে পৌঁছে যেতো। কৃতজ্ঞ বাঙালী জাতির পাশাপাশি ইউনিসেফের উদ্যোগে বিশ্বের ১৯০টি দেশে পালিত হবে মুজিব বর্ষ-২০২০। সভার গৃহীত সিদ্ধান্ত ও পরিকল্পনা মুজিব বর্ষ-২০২০ উদযাপনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন। বিটিভি জেলা প্রতিনিধি সমিতির সভাপতি এফ এম এ সালাম সভা প্রধানের দায়িত্ব পালন করেন। অন্যান্যর মধ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, নাটোর এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শিক্ষাবিদ অধ্যাপক অলক মৈত্র, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি রনেন রায়, বিটিভি জেলা প্রতিনিধি সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও নির্বাহী সম্পাদক এনামুল কবীর টুকু, নাটোর প্রেসক্লাবের সভাপতি ও বিটিভির জেলা প্রতিনিধি জালাল উদ্দিন প্রমুখ।
সভার দ্বিতীয় সেশনে বিটিভি জেলা প্রতিনিধি সমিতির সভায় মুজিব বর্ষ-২০২০ উদযাপন কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়।
উদ্বোধনী সেশনে বিটিভির জেলা প্রতিনিধিদের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এবং নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ